ধরমপাশা (সুনামগঞ্জ) ও পিরোজপুর প্রতিনিধি | আপডেট: ০০:৪৯, ডিসেম্বর ২১, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
যৌতুক না দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার রাতে মামলা হয়েছে। যৌতুকের দাবি মেটাতে না পেরে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মোহনগঞ্জে নিহত গৃহবধূর নাম রুমা আক্তার (২৫)। তিনি সাতুর এলাকার লালন শাহের স্ত্রী। এ ঘটনায় হওয়া মামলায় গতকাল মঙ্গলবার লালন, তাঁর বোন লাভলি আক্তার ও ভগ্নিপতি বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহনগঞ্জ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দু-তিন বছর আগে বিরামপুর গ্রামের মন্নাফ মিয়ার মেয়ে রুমা আক্তারের সঙ্গে লালন শাহের বিয়ে হয়। Continue reading
যৌতুকের জন্য স্ত্রীর জিহ্বা ও পায়ের রগ কর্তন!
সিলেট প্রতিনিধি | আপডেট: ০২:৪৩, ডিসেম্বর ১৯, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
যৌতুক না পেয়ে স্ত্রীর জিহ্বার অগ্রভাগ ও বাম পায়ের রগ কেটে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। বর্বর এ নির্যাতনের শিকার হয়ে তিন দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ওই গৃহবধূ। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার মূল হোতা নির্যাতনের শিকার গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি তারা। গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে জেলার দক্ষিণ সুরমা উপজেলার লামুয়া গ্রামের বেলাল মিয়ার সঙ্গে সোমা বেগমের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর বেলাল গোপনে আরেকটি বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে বেলাল-সোমার মধ্যে কলহ দেখা দেয়। Continue reading
রায়েরবাগে তরুণীর আত্মহত্যার চেষ্টা
রাজধানী প্রতিবেদক | আপডেট: ০১:৩২, ডিসেম্বর ১৯, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
রায়েরবাগে গতকাল রোববার বিকেলে বিউটি আক্তার (২৫) নামের এক তরুণী কীটনাশক পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিউটি আক্তার তাঁর মা-বাবার সঙ্গে রায়েরবাগে থাকতেন। ওই এলাকার বাসিন্দা আবদুল মান্নানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তাঁদের মনোমালিন্য হয়। এরপর ওই যুবক এলাকা ছেড়ে চলে যান। তাঁর কোনো নাম-ঠিকানা জানেন না বিউটি। এই ক্ষোভে তিনি তাঁর বাসায় কীটনাশক পান করেন৷ কদমতলী থানার এসআই আজহারুল ইসলাম বলেন, কীটনাশক পান করে বিকেলে থানায় আসেন বিউটি৷ Continue reading
কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | আপডেট: ০১:৩৩, ডিসেম্বর ১৯, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জে সাবিনা বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে পুলিশ তাঁর স্বামী মো. খোরশেদকে (৪০) আটক করেছে। গতকাল সকালে হযরতপুর ইউনিয়নের ছাগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর বড় ভাই মো. স্বপন বলেন, প্রায় ১২/১৩ বছর আগে খোরশেদের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বোনের সংসারে মোস্তফা (০৮), আরিয়ান (০৬) ও জান্নাতুল (০৪) নামের তিন সন্তান আছে। বিয়ের পর থেকেই খোরশেদ যৌতুকের জন্য তাঁর বোনকে চাপ দিতে থাকেন। কিছুদিন আগে খোরশেদ মারধর করে বোনকে বাড়িতে পাঠিয়ে দেন। স্বপন বলেন, সকালে তিনি জানতে পারেন, তাঁর বোন মারা গেছেন। Continue reading
গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০২:৩১, ডিসেম্বর ১৮, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
রামপুরায় গতকাল শনিবার সকালে সাদিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাদিয়ার স্বামী ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঁচ-ছয় বছর আগে মাসুদ পারভেজের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি ছেলে আছে। তাঁরা রামপুরার চৌধুরীপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। Continue reading
তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা
পিরোজপুর প্রতিনিধি | আপডেট: ১৭:৫১, ডিসেম্বর ১৮, ২০১৬
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে ইউসুফ মৃধা (২২) নামের এক তরুণকে আসামি করে ওই মামলা করেন। পুলিশ ও মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া ওই তরুণীর সঙ্গে বেশ কিছুদিন ধরে ইউসুফ মৃধার প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে তরুণীর মা-বাবা বাড়িতে ছিলেন না। এ সময় ইউসুফ ওই বাড়িতে গিয়ে তরুণীকে ধর্ষণ করেন। Continue reading
বেসরকারি হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা
কুষ্টিয়া অফিস | আপডেট: ০০:৫০, ডিসেম্বর ১৭, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে শ্লীলতাহানির ঘটনায় রনি খাতুন (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার মিরপুর উপজেলায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর স্বামী মাসুম আলীর বাড়ি উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোপালপুর গ্রামে। মাসুম আলী বলেন, ‘স্ত্রীর বুকে ব্যথার চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাঁকে নিয়ে কুষ্টিয়া শহরের মজমপুরে একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যাই। চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। বেলা দেড়টার দিকে আমরা সনোলজিস্ট রবিউল ইসলামের কক্ষে যাই। পরীক্ষার জন্য রনিকে একটি কক্ষে নেওয়া হয়। Continue reading
প্রেমিক বিয়ে না করায় আত্মহত্যা!
পিরোজপুর প্রতিনিধি | আপডেট: ১৮:৪৭, ডিসেম্বর ১৭, ২০১৬
ঝালকাঠি পৌরসভার পশ্চিম চাঁদকাঠি এলাকায় হাসি আক্তার (১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বজনেরা। স্বজনদের অভিযোগ, প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে হাসি। হাসি ঝালকাঠি পৌরসভার চাঁদকাঠি মহল্লার দিনমজুর শুক্কুর আলীর মেয়ে। হাসির স্বজনেরা দাবি করেন, দুই বছর ধরে ঝালকাঠি শহরের বাহের সড়ক এলাকার মোহাম্মদ হাওলাদারের ছেলে রুম্মান হাওলাদারের সঙ্গে হাসি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি হাসি আক্তার রুম্মানকে বিয়ের জন্য চাপ দিলে রুম্মান বিয়ে করতে অসম্মতি জানান। শুক্রবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে মুঠোফোনে ঝগড়া হয়। Continue reading
গৃহবধূকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, ভৈরব | আপডেট: ০২:০৬, ডিসেম্বর ১৬, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে গত বুধবার রাতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। ভৈরবে উদ্ধার হওয়া লাশটি জুঁই বেগমের (২১)। তিনি পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মহল্লায় ভাড়াবাড়িতে স্বামী মাছুম ছৈয়ালের (২৬) সঙ্গে থাকতেন। জুঁই উত্তরপাড়ার দানিস ব্যাপারী বাড়ির জামাল মিয়ার মেয়ে। মাছুমের বাড়ি শরীয়তপুরে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, মাছুম পেশায় গাড়িচালক। Continue reading
রাঙামাটিতে পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি | আপডেট: ০১:২০, ডিসেম্বর ১৫, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত একটি নৌকার ভেতরে এক পাহাড়ি নারীকে (৩৫) ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই নারী ধর্ষণের অভিযোগে রাঙামাটির কোতোয়ালি থানায় দুজনকে আসামি করে মামলা করেন। আসামিদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. নজরুল ইসলাম। তিনি ওই নৌকার চালক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ছেলের চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে বরকল উপজেলা থেকে ওই নারী রাঙামাটি শহরে আসেন। সেখান থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য রিজার্ভ বাজারের একটি বাস কাউন্টারে যান। Continue reading