টাঙ্গাইল প্রতিনিধি | ৩১ মে, ২০১৬ ইং
টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের নিগুইর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ হলেন ওই গ্রামের সৌদিপ্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী বিলকিস বেগম(৩০)।
কালিহাতী থানার ওসি সাইফুল ইসলাম ফরাজি জানান, আনোয়ার হোসেন আট মাস আগে ওই গ্রামেই একটি নতুন বাড়ি করে সেখানে স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন। পরে আনোয়ার হোসেন জীবিকার জন্য সৌদি আরব চলে যান। বিলকিস বেগম ওই নতুন বাড়িতে তার এক ভাগ্নীকে নিয়ে থাকতেন। বিলকিসকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক, ৩১ মে, ২০১৬