চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে অ্যাসিড–সন্ত্রাসের শিকার গৃহবধূ

prothom alo
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০১:৩৪, সেপ্টেম্বর ২৯, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
রাজধানীর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে গতকাল বুধবার বিকেলে নাসিমা আক্তার ওরফে প্রিয়া (২২) নামের এক গৃহবধূ অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে তাঁকে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে নাসিমাকে নিয়ে তাঁর স্বামী সুজন মিয়া চিড়িয়াখানায় বেড়াতে যান। সেখানে তাঁরা একটি স্থানে বিশ্রাম নিচ্ছিলেন। নাসিমাকে বসিয়ে রেখে স্বামী সুজন কাছেই অবস্থান করছিলেন। এরই মধ্যে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নাসিমাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। তাঁর চিৎকার শুনে সুজন ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেললেও তাকে আটকে রাখতে পারেননি। অ্যাসিডে নাসিমার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে গেছে। পরে সুজন মিয়া নাসিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নাসিমার শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে। সুজন মিয়া পেশায় হোমিও চিকিৎসক। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, আক্রমণকারী ওই ব্যক্তিকে তিনি আটকালেও ধরে রাখতে পারেননি। সেখানে উপস্থিত লোকজন কেউ তাঁকে সহযোগিতাও করেনি।  Continue reading

এই হাসিমাখা মুখ এখন শুধুই ‘স্মৃতি’

prothom alo
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | আপডেট: ০২:৩৬, সেপ্টেম্বর ২৭, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
বখাটের হামলায় কাঁধ থেকে ডান হাতটা প্রায় আলাদা হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের মরিয়মের। অ্যাসিডে ঝলসে গেছে চট্টগ্রামের শেলীর হাসিমাখা মুখ। অপমান সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিল ব্রাহ্মণবাড়িয়ার ডালিয়া মুঠোফোনে যে ছবিটি দেখা যাচ্ছে তা এক মাস আগের। হাসিমাখা এই মুখ আর কোনো দিনই হয়তো ফিরে পাবেন না শেলী। গতকাল তাঁর ঘুম ভেঙেছে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l সৌরভ দাশমুঠোফোনে যে ছবিটি দেখা যাচ্ছে তা এক মাস আগের। হাসিমাখা এই মুখ আর কোনো দিনই হয়তো ফিরে পাবেন না শেলী। গতকাল তাঁর ঘুম ভেঙেছে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l সৌরভ দাশমাকে নিয়ে ঝুপড়ি ঘরের বিছানায় ঘুমিয়ে ছিলেন ২২ বছরের শেলী আক্তার। হঠাৎ মুখ ও শরীরে তীব্র জ্বলুনিতে চিৎকার করে জেগে ওঠেন তিনি। পাশে শুয়ে থাকা মা হোসনে আরা বেগমও (৫৫) তখন আর্তচিৎকার করছেন। তাঁদের চিৎকারে পাশের ঘরে থাকা স্বজনেরা এগিয়ে আসেন। Continue reading

এসিডে পুড়ল অন্তঃসত্ত্বার শরীর

kaler kantho
মানিকগঞ্জ প্রতিনিধি   |  ১৪ জুলাই, ২০১৬ ০০:০০
মানিকগঞ্জের অরঙ্গবাদ গ্রামে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে অন্তঃসত্ত্বা গৃহবধূ পারুল আক্তারের শরীর। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। পারুল সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সূত্র জানায়, পারুলের স্বামী হোসেন আলী বিদেশে থাকেন। সাত বছরের ছেলে তাছিনকে নিয়ে পারুল থাকেন শ্বশুরবাড়িতে। প্রতিদিনের মতো ওই দিন রাতে ছেলেকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন পারুল। রাত ২টার দিকে জানালা দিয়ে কে বা কারা ঘরে এসিড ছুড়ে দেয়। এতে পারুলের গলা, হাতসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পারুল বলেন, প্রায় সাত মাস আগে হোসেন আলী দেশে এসেছিলেন। কয়েক দিন থাকার পর আবার বিদেশে চলে যান। সেখান থেকে টেলিফোনে আলী পারুলকে তালাক দেওয়ার কথা বলেন। এরপর থেকে তাঁর শ্বশুরবাড়ির অন্যরাও তাঁকে বাবার বাড়িতে চলে যেতে বলেন। Continue reading

দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল স্বামী স্ত্রীর শরীর

ittefaq
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা২৮ মে, ২০১৬ ইং
উপজেলার ভেলাইন গ্রামে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে স্বামী-স্ত্রীর শরীর। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।প্রতিবেশীরা জানায়, নুরনবী (৪০) ও তার স্ত্রী আঙ্গুরী বেগম (৩৫) রাতে খাওয়া দাওয়া শেষে মাটির ঘরের জানালা খুলে শুয়ে পড়েন। মধ্যরাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘুমন্ত দম্পতির শরীরে পর পর দু’বার এসিড নিক্ষেপ করে। এসময় তাদের চিত্কারে পাশাপাশি বসবাসরত ভাই ও পরিবারের লোকজন ছুটে এসে দেখেন তাদের শরীর ঝলসে গেছে। ঘরের ভেতরে একটি এসিডের বোতলও পাওয়া যায়। ঘোড়াঘাট স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার পার্থ জানান, উন্নত চিকিত্সার জন্য রাতেই তাদের দিনাজপুরে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে । প্রাথমিকভাবে মনে হচ্ছে তাদের শরীর এসিড বা এসিড জাতীয় কোনো পদার্থে ঝলসে গেছে।

তথ্যসূত্র:  দৈনিক ইত্তেফাক, ২৮ মে,  ২০১৬

লোক ভাড়া করে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ!

prothom alo
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০১:৫৯, এপ্রিল ১৪, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
লোক ভাড়া করে মাহফুজাকে অ্যাসিড মেরে ঝলসে দেন তাঁর স্বামী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহফুজার স্বামী সুরুজ আলম ও ভাড়াটে শফিউল ইসলামকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৭ এপ্রিল রূপনগর ১৩ নম্বর সড়কের টিনশেড কলোনির বাসায় মাহফুজা আক্তার (২৮), তাঁর নয় বছরের মেয়ে সানজিদা সুলতানা, স্বামী সুরুজ আলম খান ও সুরুজের দ্বিতীয় স্ত্রী নিলুফার বেগম (৩৫) অ্যাসিড হামলার শিকার হন। অ্যাসিডে মাহফুজার মুখমণ্ডল ও দুটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সানজিদা ও নিলুফারকে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। মাহফুজার সন্দেহের ভিত্তিতে ওই দিনই হাসপাতাল থেকে পুলিশ সুরুজ আলমকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে সুরুজ আলমের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা করা হয়।
Continue reading

অ্যাসিডে ঝলসে দেওয়া হলো তরুণীর শরীর

prothom alo
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি | আপডেট: ০০:২৫, এপ্রিল ০৮, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অ্যাসিড ছুড়ে এক তরুণীর শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার আশ্বিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই তরুণীর নাম সীমা আক্তার (২২)। তিনি উপজেলার আশ্বিনপুর গ্রামের মো. ইসমাইল বৈদ্যের ময়ে। পাঁচ বছর আগে সীমার সঙ্গে উপজেলার বাইশপুর গ্রামের মো. ইব্রাহীমের বিয়ে হয়। তাঁদের ঘরে জুনায়েদ নামের তিন বছরের এক ছেলে আছে। গত বছর স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। তখন থেকে সীমা বাবার বাড়িতে আছেন।
Continue reading

হবিগঞ্জে ৩ গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

jugantor
হবিগঞ্জ প্রতিনিধি    |    প্রকাশ : ২৬ মার্চ, ২০১৬ ২১:২৬:৩২
হবিগঞ্জের বানিয়াচংয়ে তিন গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শনিবার সকালে তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসিডে দগ্ধরা হলেন উপজেলার কুমড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সাফিয়া খাতুন (৩৫), জিতু মিয়ার স্ত্রী মনোয়ারা খাতুন (৩২) ও তার বোন নজরুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৩০)।
Continue reading