গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

prothom alo
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি | আপডেট: ০১:২৬, জুন ৩০, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে মনিজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে সালিস বৈঠকে বেধড়ক মারধরের পর জোর করে তালাকনামায় স্বাক্ষর নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামিদুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহবধূ মনিজা ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, দোলাপাড়া গ্রামের সফিয়ারের স্ত্রী মনিজা বেগম সম্প্রতি ঢাকায় যান কাজের সন্ধানে। ঢাকা থেকে কিছুদিন পর বাড়িতে ফিরলে তাঁর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে বাড়িতে ঢুকতে দেননি শ্বশুরবাড়ির লোকজন। পরে এ নিয়ে মনিজা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। এরপর গত রোববার স্থানীয় মনছুর আলীর উঠানে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে সালিস বৈঠকে বসেন। Continue reading

গৃহবধূকে নির্যাতন স্বামী গ্রেপ্তার

prothom alo
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি | আপডেট: ০১:৩০, জুন ২৯, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামে মর্জিনা আক্তার নামের এক গৃহবধূ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী নাসির উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় গত সোমবার মামলা হয়েছে। নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর দুই আসামি হলেন মর্জিনার ভাশুর নজরুল ইসলাম (৫০) ও জা হেলেনা আক্তার (৪৫)। এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলার চাঁদশী গ্রামের নাসিরের (৩৩) সঙ্গে কসবা গ্রামের মর্জিনার (২৫) বিয়ে হয়। বিয়ের সময় নাসিরকে দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল দেওয়া হয়। Continue reading

পলাশে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

prothom alo
নরসিংদী প্রতিনিধি | আপডেট: ০১:৫১, জুন ২৫, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
নরসিংদীর পলাশে শফিউল্লাহ মিয়া নামের একজনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার তাঁর স্ত্রী তাছলিমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শফিউল্লাহ মিয়া ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের মেকানিক্যাল কর্মকর্তা। এজাহারের বিবরণ অনুযায়ী, পাঁচ বছর আগে শফিউল্লাহ মিয়ার প্রথম স্ত্রী মোমেনা বেগম পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। পরে মোমেনার পরামর্শে শফিউল্লাহ স্বামীহারা এক সন্তানের জননী তাছলিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কয়েক দিন পর থেকে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন শুরু করেন শফিউল্লাহ। Continue reading

গৃহবধূকে দোররা মারার ঘটনায় গ্রেপ্তার ৩

prothom alo
নওগাঁ প্রতিনিধি | আপডেট: ০০:১৬, জুন ১৫, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে দোররা মারার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার পাতাড়ি ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম (৬৮), নেয়াজ উদ্দীন সরকার (৬৩) ও ফারুক হোসেন (৩৭)। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের এক যুবকের সঙ্গে ওই গৃহবধূর সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ এনে তাঁর স্বামী গ্রামের মাতবরদের কাছে বিচার দাবি করেন। এরপর ৭ জুন সকালে সালিস বৈঠক বসে। বৈঠক শেষে সালিসের বিচারক ইয়াহিয়া মণ্ডল, সাইফুল ইসলাম, সাজাহান ও মতিউর রহমান ওই গৃহবধূ ও যুবককে ১০১টি করে বেত্রাঘাত (দোররা) করার রায় দেন। রায় অনুযায়ী ওই যুবককে বিচারক মতিউর রহমানের ছেলে আনোয়ার হোসেন এবং গৃহবধূর বাবা তাঁর মেয়েকে ১০১টি বেত্রাঘাত করেন। এ ঘটনায় গত সোমবার রাতে ওই গৃহবধূ আটজনের নাম উল্লেখ করে সাপাহার থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তথ্যসূত্র: প্রথম আলো, ১৫ জুন,  ২০১৬

স্ত্রী নির্যাতনের ঘটনায় এপিপি কারাগারে

jugantor
লালমনিরহাট প্রতিনিধি    |    প্রকাশ : ১৪ জুন, ২০১৬ ২০:৪৯:৫৬
স্ত্রী নির্যাতনের মামলায় লালমনিরহাট জেলা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আহসান হাবীব সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে তার স্ত্রী ফারহানা আক্তার যৌতুকের দাবিসহ বিভিন্ন সময়ে তার উপর নির্যাতনের অভিযোগ নারী ও শিশু নির্যাতন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।সোমবার গভীর রাতে ওই মামলায় তাকে পুলিশ গ্রেফতার করে।লালমনিরহাট জেলা আদালতের পিপি আকমল হোসেন সহকারী পাবলিক প্রসিকিউটর আহসান হাবীব সবুজকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন। কালীগঞ্জ থানা পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে উপজেলার চাঁপারহাট এলাকার বাসিন্দা আহসান হাবীব সবুজের সঙ্গে একই উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের ফারহানা আক্তারের বিয়ে হয়। Continue reading

পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে নির্মমভাবে পেটাল কনস্টেবল স্বামী, নির্যাতনকারীসহ গ্রেফতার ২

ittefaq
বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা | ১৪ জুন, ২০১৬ ইং
স্বামীর যৌতুকের দাবি পূরণ না করায় এবং পরকিয়ায় বাধা দেয়ায় পুলিশ কনষ্টেবলের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন নূপুর আক্তার (২০) নামে এক গৃহবধু। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য    কমপ্লে­ক্সে ভর্তি করা হয়েছে। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশ কনষ্টেবল ফয়সাল শরীফ ও তার ভাই ফায়জুল শরীফকে ঝালকাঠি থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যপারে নূপুর আক্তারের ভাই শাহীন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনষ্টেবল ফয়সাল শরীফ, তার বাবা আঃ সালাম শরীফ ও ভাই ফায়জুল শরীফকে আসামি করে রবিবার ঝালকাঠি থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। জানা গেছে বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামের মৃত আঃ লতিফ খানের মেয়ে নূপুর আক্তারের সঙ্গে দেড় বছর আগে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের মুরাসাতা গ্রামের আঃ সালাম শরীফের ছেলে পুলিশ কনষ্টেবল ফয়সাল শরীফের পারিবারিকভাবে বিয়ে হয়। Continue reading

টয়লেটের বদনায় দাহ্য তরল গৃহবধূর অঙ্গ ঝলসে গেল

kaler kantho
নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   | ১৩ জুন, ২০১৬ ০০:০০
পারিবারিক কলহের জের ধরে টয়লেটের বদনায় স্বামীর রেখে দেওয়া এসিড জাতীয় দাহ্য তরলে গৃহবধূর গোপনাঙ্গ ও হাত ঝলসানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লায় গৃহবধূ সেলিনা বেগম (৪০) ও স্বামী অটোরিকশাচালক শফিকুল আলম বাবুর (৪২) বাস। গত কয়েক দিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে গতকাল সকালে বাড়ির টয়লেটের ভেতরে বদনায় দাহ্য তরল রেখে দেন স্বামী। সকালে গৃহবধূ টয়লেটে গিয়ে বদনায় থাকা পানি ব্যবহার করতেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন। প্রতিবেশীরা তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি সাভার মডেল থানায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তথ্যসূত্র: কালের কন্ঠ, ১৩ জুন,  ২০১৬

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

prothom alo
রাঙামাটি অফিস | আপডেট: ০২:৩৪, জুন ০৩, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় গত বুধবার রাতে উপল চাকমা (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। উপল চাকমা সোনালী ব্যাংকের রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁর বাড়ি রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর এলাকায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, বুধবার সন্ধ্যায় উপলের বিরুদ্ধে তাঁর স্ত্রী নুকু চাকমা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক জানান, উপল চাকমাকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় তাঁর বাবা-মাকেও আসামি করা হয়েছে। গতকাল সকালে উপল চাকমার দক্ষিণ কালিন্দীপুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বাবা-মায়ের বক্তব্য নেওয়াসম্ভব হয়নি।  দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: প্রথম আলো, ০৩ জুন,  ২০১৬

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

prothom alo
শেরপুর প্রতিনিধি | আপডেট: ০০:৪৩, জুন ০১, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
জমি নিয়ে বিরোধের জের ধরে শেরপুরে প্রতিপক্ষ এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ মে সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোরও অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম মনিকা বেগম (৪০)। তিনি মধ্যবয়ড়া গ্রামের নবীজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় গত সোমবার রাতে নবীজুর বাদী হয়ে প্রতিপক্ষের হানিফ মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাড়ে ৮ শতাংশ জমি নিয়ে নবীজুর রহমানের সঙ্গে তাঁর প্রতিবেশী হানিফ মিয়ার বিরোধ চলছে। এর জের ধরে ২৫ মে দিবাগত রাত তিনটার দিকে হানিফ মিয়ার নেতৃত্বে কালাচানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন লোক দা, লাঠি, লোহার রডসহ দেশি অস্ত্র নিয়ে নবীজুরের বাড়িতে হামলা চালান। Continue reading

লক্ষ্মীপুরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

kaler kantho
লক্ষ্মীপুর প্রতিনিধি   | ১৫ মে, ২০১৬ ০০:০০
লক্ষ্মীপুরে সুমি আক্তার (১৮) নামে বাকপ্রতিবন্ধী এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা গ্রামের নুরুজ্জামান মিঝির বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুমিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, বসতবাড়িসহ জমি দখলে নিতে প্রভাবশালীরা এ নির্যাতন চালায়। Continue reading