যশোরে গৃহবধূর চুল কাটল শাশুড়ী-ননদ

ittefaq
যশোর অফিস ০৭ জুন, ২০১৬ ইং
‘কালো-সাদা’ নিয়ে বিবাদে মাথার চুল হারালেন গৃহবধূ রত্না বেগম (২৪)। গত রবিবার দুপুরে শাশুড়ী, ননদ মিলে মাথার চুল কেটে দিয়েছে ওই গৃহবধূর। রবিবার দুপুর আড়াইটার দিকে যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ রত্না বেগম ওই গ্রামের মহিউদ্দিন সাগরের স্ত্রী ও মনিরামপুরের শরণপুর গ্রামের মাহাবুবুর রহমান বাবলুর মেয়ে। গৃহবধূ রত্না বেগম জানান, তার গায়ের রঙ পরিষ্কার। অন্যদিকে তার শাশুড়ী, ননদসহ অন্য সদস্যদের গায়ের রঙ কালো। এই নিয়ে প্রায়ই শাশুড়ী-ননদের সাথে তার বিবাদ হতো। রবিবার দুপুরেও এ নিয়ে গোলযোগ শুরু হয়। একপর্যায়ে শাশুড়ী নাজমা বেগম ও ননদ শাপলা খাতুন কাঁচি দিয়ে রত্নার মাথার সামনের অংশের প্রায় অর্ধেক চুল কেটে দেন। পরে খবর পেয়ে ওই গৃহবধূর মা ও বোন ছুটে আসেন। এরপর রাতে থানায় গিয়ে অভিযোগ দেন।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক, ০৭ জুন,  ২০১৬

Leave a comment